নোভা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ও মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন
গতকাল, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজন করা হয়েছিল বিনামূল্যে চক্ষু সেবা ও মেডিকেল ক্যাম্প। এটি ছিল এক মানবিক উদ্যোগ, যার লক্ষ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের সুস্থতা ফিরিয়ে দেওয়া।
👨👩👧👦 ক্যাম্পের কিছু গুরুত্বপূর্ণ ফলাফল:
✨ ৫০ জনের চোখের পরীক্ষা ও বিনা বিনামূল্যে সেবা প্রদান
✨ ১০+ জনের চোখের ছানি (Cataract) অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে
✨ ১০০+ পরিবারের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
🙌 আপনারা যারা পাশে ছিলেন,
আপনার ছোট্ট সহায়তাই কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
💛 অনুদান করতে এখানে ক্লিক করুন: Donate Now