দ্বিতীয়বারের মতো বগুড়ার সোনাকানিয়ায় সম্পন্ন হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

দ্বিতীয়বারের মতো বগুড়ার সোনাকানিয়ায় সম্পন্ন হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

৫ ডিসেম্বর ২০২৫—দিনটি পরিণত হয়েছে মানবতার এক উজ্জ্বল উদাহরণে। মরহুম প্রফেসর ডা. শহীদুল্লাহ-জাহানারার স্মরণে নোভা ফাউন্ডেশনের আয়োজনে মহিষাবান, গাবতলী, বগুড়ার সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হলো বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম। মরহুম প্রফেসর ডা. শহীদুল্লাহ-জাহানারার স্মরণে নোভা ফাউন্ডেশনের আয়োজনে মহিষাবান, গাবতলী, বগুড়ার সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হলো সম্পূর্ণ বিনামূল্যের স্বাস্থ্যসেবা দিন।

মহিষাবান এমন একটি এলাকা যেখানে চিকিৎসা সুবিধা যেন দূরের স্বপ্ন। সেই সীমাবদ্ধতার মাঝেই নোভা ফাউন্ডেশন পৌঁছে দিলো প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ এবং সেবার ছোঁয়া। বাদ জুমার পর শুরু হওয়া এই ক্যাম্পে ভিড় জমায় ১০০টিরও বেশি অসহায় ও নিম্নআয়ের পরিবার। আগত সবার মুখেই ছিল রোগ এবং সমস্যার চাপ, আর বিদায়ের সময় দেখা গেছে স্বস্তি আর আশার আলো।

👨‍👩‍👧‍👦 ১০০+ মানুষের জীবনে স্বস্তির ছোঁয়া: সাধারণ রোগের চেকআপ, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধসহ স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা—প্রতিটি কাজে ফুটে উঠেছে মানুষের প্রতি দায়বদ্ধতার সত্যিকার মূল্য। একজন বৃদ্ধা মা যখন হাতে ওষুধ নিয়ে চোখ ভেজা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কিংবা একজন শিশু যখন সুস্থতার প্রত্যাশায় হাসি ফুটিয়েছে—এই দৃশ্যগুলো আমাদের পুরো টিমের মনে গভীর প্রশান্তি এনে দিয়েছে।

নোভা ফাউন্ডেশন তার নিজস্ব লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে—অসহায় মানুষদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি ধারাবাহিক প্রতিশ্রুতি। শুধু এক দিনের আয়োজন নয়, প্রতি মাসের প্রথম শুক্রবার এই স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেন এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা পাওয়ার সুযোগ গ্রহণ করতে পারে।

✨ সবাইকে আন্তরিক ধন্যবাদ: এই আয়োজন সফল করতে যাঁরা পাশে ছিলেন—মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি, বগুড়া-সহ সকল সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক কৃতজ্ঞতা।

👉 একসঙ্গে কাজ করার আহ্বান: এই মানবিক উদ্যোগ স্থায়ী করতে প্রয়োজন সবার সমর্থন। ক্ষুদ্র একটি অনুদানও কারও জীবন পরিবর্তনের দ্বার খুলে দিতে পারে। নোভা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং এই মহৎ অভিযাত্রার অংশ হোন।

🔗 অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের সাথে যুক্ত হোন: Donate Now

পাশে থাকুন, ভরসা রাখুন নোভা ফাউন্ডেশনে।


Share On:

Your Gift Can Save Lives

Your gift will be used to provide help where it's needed most.

Donate Now

Helping Poverty

Let's join with the Nova Foundation to solve the social problems.

Become A Volunteer