সরকারিভাবে নিবন্ধিত হলো Nova Foundation

সরকারিভাবে নিবন্ধিত হলো Nova Foundation

আজ আমাদের জন্য এক গর্বের দিন!

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, Nova Foundation এখন থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকারিভাবে নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

আজ Nova Foundation-এর অফিসে অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে বগুড়া জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ রকনুল হক এবং সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলামমোঃ আতাউর রহমান আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হাতে নিবন্ধন সনদপত্র হস্তান্তর করেন।

এই সনদ শুধু একটি কাগজ নয়—এটি একটি দায়িত্ব ও প্রতিশ্রুতির প্রতীক

Certificate of Nova Foundatioin

Nova Foundation প্রতিশ্রুতিবদ্ধ:

  • সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর।
  • বিশ্বাস, নির্ভরতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করার।
  • মানুষের হৃদয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জায়গা করে নেওয়ার।

Nova Foundation — মানবতার পাশে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে

আমাদের পাশে থাকুন, দোয়া করুন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন।

Your Gift Can Save Lives

Your gift will be used to provide help where it's needed most.

Donate Now

Helping Poverty

Let's join with the Nova Foundation to solve the social problems.

Become A Volunteer