গ্রামবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে টিউবওয়েল স্থাপন
গ্রামবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে টিউবওয়েল স্থাপন

পানির অপর নাম জীবন। সেই জীবনের ব্যবস্থা করে দিল "নোভা ফাউন্ডেশন"
মানুষকে পানি পান করানোর ফযীলত সম্পর্কে অনেক হাদীছ বর্ণিত হয়েছেঃ
একদা সা‘দ বিন ওবাদাহ (রাঃ) নবী করীম (ছাঃ)-এর নিকট এসে বললেন, আপনার নিকট কোন ছাদাক্বা সর্বাধিক পসন্দনীয়?
তিনি বললেন, পানি পান করানো’
অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ছাঃ) বলেন, পানি পান করানো অপেক্ষা অধিক ছওয়াবপূর্ণ ছাদাক্বা আর নেই’বগুড়া জেলার গাবতলী থানার সোনাকানিয়া এলাকায় নোভা ফাউন্ডেশন এর উদ্যোগে “Clean Water Project” এর অংশ হিসেবে একটি নলকূপ স্থাপন করা হয়।
দীর্ঘদিন হলো সেখানকার বসবাসরত প্রায় ৮-১০ টি পরিবার ও কয়েকটি দোকান বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল। যার ফলে তারা নানা রকম সমস্যায় দিন পার করছিল।
আপনারা ইতিমধ্যে জানেন যে সোনাকানিয়া মহিষাবান এলাকায় নোভা ফাউন্ডেশন এর একটি মাদরাসা রয়েছে যেটা “সোনাকানিয়া মাদরাসা ও এতিমখানা” নামে পরিচিত। নোভা ফাউন্ডেশন যখন মাদরাসার কাজে সোনাকানিয়া মাদরাসায় যায় তখন তারা জানতে পারে এই যায়গায় একটি নলকূপের প্রয়োজন।
এরই ধারবাহিকতায় নোভা ফাউন্ডেশন যতদ্রুত সম্ভব একটি নলকূপ ক্রয় করে এবং তা যথাসময়ে যথাপোযুক্ত স্থানে স্থাপন করেন।
উক্ত এই প্রজেক্টে উপস্থিত ছিলেন আলফা নেট এর প্রতিষ্ঠাতা জনাব আব সুফিয়ান হায়দার ও নোভা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব একরামুল হায়দার।
আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এই রকম উত্তম ফযীলত পূর্ণ কাজে অংশগ্রহণ করি।
সাহায্য-সহযোগিতা করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

ইমেইলঃ [email protected]
হটলাইনঃ +8809613 825 925

Your Gift Can Save Lives

Your gift will be used to provide help where it's needed most.

Donate Now

Helping Poverty

Let's join with the Nova Foundation to solve the social problems.

Become A Volunteer